পাত্র-পাত্রীর খোঁজে রচনার দরবারে বিবাহযোগ্যরা | Rachna Banerjee Latest News

পাত্র-পাত্রীর খোঁজে রচনার দরবারে বিবাহযোগ্যরা | Rachna Banerjee Latest News


দর্শকদের মাঝে চর্চায় থাকে জনপ্রিয় গেম শো ‘দিদি নম্বর ওয়ান’। বিশেষ করে মহিলা মহলে এই শো-এর জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। আর এ শো-এর সঞ্চালিকা রয়েছেন অভিনেত্রী রচনা ব্যানার্জি। এবার ‘দিদি নম্বর ওয়ান’-এর মঞ্চে হয়ে গেল ‘পাত্র-পাত্রী Special’ পর্ব।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে পোস্ট করা নতুন প্রোমোতে উঠে এসেছে ‘পাত্র-পাত্রী Special’ পর্বের বিষয়টিই। 

প্রমোর শুরুতেই ব্য়াকগ্রাউন্ড ভয়েসওভারে বলা হচ্ছে, ‘সামনেই বিয়ে নো টেনশন, আছে তো আপনার পাশে দিদি নম্বর ওয়ান।’ আর এরপরই হাত জোর করে দেখা দেন রচনা ব্যানার্জি। ফের ভয়েস ওভারে বলা হয়, ‘পাত্র-পাত্রীর খোঁজে হয়রান! দিদির কাছে আছে তার সুলুক সন্ধান।’

এরপরই দেখা যায় পাপিয়া দত্ত মুস্তাফী নামে এক প্রতিযোগীর, যিনি তার ছেলে গৌরব দত্ত মুস্তাফীকে নিয়ে হাজির হয়েছেন। পাপিয়া বলেন, ‘চাকরিটা মাস্ট আজকালকার দিনে।’ এরপর আরও একজন বলেন, ‘যে আসবে, সে আমার আগে বন্ধু হোক।’

আরও একজন সাফ জানিয়ে দিলেন, ‘শপিং তো করাতেই হবে।’ পাশাপাশি একজন ছেলের মা বললেন, ‘একটু লম্বা হতে হবে।’ আর একথা শুনে রচনা মজা করে বলেন, ‘ছেলেকে ক্রস করে যেতে হবে! ছেলের মাথা যেন সবসময় উঁচু হয়ে থাকে।’

তবে এই প্রোমো দেখে নিশ্চয় বুঝে গিয়েছেন বিবাহযোগ্য পাত্রপাত্রী আর তাদের মায়েরাই হাজির হয়েছিলেন রচনার শো-এর এই পর্বে। সোশ্যাল মিডিয়া উঠে আসা এই প্রমো নিয়ে নানান মন্তব্য করেছেন নেটিজেনরা। যেখানে কেউ কেউ আবার ট্রল করতেও ছাড়েননি।

প্রসঙ্গত, এর আগে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য লাস্ট মিনিট সাজেশন দিয়ে চর্চায় উঠে এসেছিল রচনার দিদি নম্বর ওয়ান। যদিও সেই পর্ব নিয়েও কিছু কম ট্রল হয়নি। আর এবার এই শোয়ের হাত ধরে পাত্রপাত্রী খুঁজবেন বিবাহযোগ্যরা।


Post a Comment

Previous Post Next Post