বুবলী-বারিশাকে নিয়ে কোথায় উড়াল দিলেন গৌতম সাহা | Latest News

বুবলী-বারিশাকে নিয়ে কোথায় উড়াল দিলেন গৌতম সাহা | Latest News


গত কয়েকমাস ধরেই কোরিওগ্রাফার গৌতম সাহার সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের দূরত্ব বেড়েছে। এই নায়িকার সঙ্গে দূরত্ব সৃষ্টির পরেই বুবলীর সঙ্গে তার ভালো সম্পর্কের সৃষ্টি হয়েছে। দুজনে বেশ কিছু কাজ একসঙ্গে করেছেন। 

এরই মধ্যে বৃহস্পতিবার সকালে আবারও একসঙ্গেই দেখা মিলল বুবলী ও গৌতম সাহার। এসময় তাদের সঙ্গে ছিলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বারিশা হক। বিমানবন্দেরে দাঁড়িয়ে বেশ কিছু ছবি তুলেছেন তিনজনে মিলে। 

সেই ছবি দেখে ভক্তদের প্রশ্ন, তাহলে কি বুবলী-বারিশা জুটি মিলে গৌতম সাহার সঙ্গে দেশের বাইরে উড়াল দিয়েছেন? 

না, তারা আপাতত দেশেই আছেন। খোঁজ নিয়ে জানা গেছে, তিনজনে মিলে একটি কাজের জন্য চট্টগ্রামে উড়াল দিয়েছেন। 

এ বিষয়ে গৌতম সাহা জানালেন, ‘চট্টগ্রামের তমা বিউটি একাডেমি নামের একটি প্রতিষ্ঠানের আয়োজনে আমরা এখানে এসেছি। তারা ভারতের একজন গুণী মেকাপ আর্টিস্টকে এনেছেন স্পেশ্যাল মেকাপ কর্মশালা করানোর জন্য। সেই কর্মশালায় ব্রাইডাল সাজের স্পেশ্যাল মডেল হবেন বারিশা হক। ফটোশুট ও ভিডিওগ্রাফির কোরিওগ্রাফি আমি করব। এরপর কর্মশালায় অংশ নেওয়া সকল প্রশিক্ষনার্থীর হাতে আমাদের সকলের প্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী ও আমি সার্টিফিকেট ও পুরস্কার তুলে দেবো।’

এই কাজ শেষ করেই ঢাকা ফিরে আসবেন বুবলী, বারিশা ও গৌতম। এরপর তাদেরকে দেখা যেতে পারে নতুন কোনো কাজ নিয়ে হাজির হতে। 


Post a Comment

নবীনতর পূর্বতন