বান্নাহর ‘নাস্তা’ ও ‘লাঞ্চ’ -এ ফুটে উঠেছে ফ্যাসিস্টের ভয়াবহতা | Latest News

বান্নাহর ‘নাস্তা’ ও ‘লাঞ্চ’ -এ ফুটে উঠেছে ফ্যাসিস্টের ভয়াবহতা | Latest News


বর্তমান সময়ের জনপ্রিয় নির্মাতাদের মধ্যে অন্যতম মাবরুর রশীদ বান্নাহ। গতবছর জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দৃশ্যমান হয় স্বৈরশাসক শেখ হাসিনার পৈশাচিকতা। সে ঘটনাগুলোকে কেন্দ্র করে এবার বান্নাহ নির্মাণ করেছেন ‘নাস্তা’ ও ‘লাঞ্চ’ ওয়েব ফিল্ম। যা ইতোমধ্যে ইউটিউবে প্রকাশ করা হয়েছে। 

যেখানে উঠে এসেছে, গত ১৬ বছরে ফ্যাসিস্ট হিসেবে পরিচিতি পাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে আন্দোলন ঘিরে ছাত্র-জনতার ওপর চালানো নৃশংস হত্যা থেকে শুরু করে তাদের কালো অধ্যায়।

‘নাস্তা’ ও ‘লাঞ্চ’ ওয়েব ফিল্ম মুক্তি পাবার পরে এ নিয়ে প্রশংসায় ভাসছেন নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি ও ১২ দলীয় জোটের নেতা রাশেদ প্রধান পোস্ট এ বিষয়ে লিখেছেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার পক্ষে মিডিয়া পাড়ার এক বিশাল বাহিনী কাজ করতো, বিপক্ষে যাওয়ার সাহস এবং সততা খুব খুব খুব কম মানুষের ছিল।’

তার কথায়, ‘আপা অগাস্ট মাসের ৫ তারিখে পালিয়ে যাওয়ার পরেও মিডিয়া পাড়ার ভয় কাটে নাই। আপার পক্ষের মানুষ স্বাভাবিক কারণেই চুপ, বিপক্ষের মানুষ ১৬ বছরের ট্রমা থেকে মনে হয় এখনও বের হতে পারে নাই।’ 

বান্নার কথা ‍উল্লেখ করে তিনি লিখেছেন, ‘স্রোতের বিপরীতে যেয়ে একটা মানুষ শুধুমাত্র আপার পলাতক জীবনে নয় বরং ক্ষমতাকালীন সময়েও প্রতিবাদী ভূমিকায় ছিল। আমার ভাই মাবরুর রশীদ বান্নাহ। বান্নাহর বানানো নাস্তা এবং লাঞ্চ একটানে দেখে ফেলেন। ১৬ বছরের ফ্যাসিবাদী অনেক কিছুই চোখের সামনে ভেসে উঠবে।’

নাজমুল হুসাইন নামে আরেকজনের কথায়, ‘গতকাল ‘লাঞ্চ’ দেখলাম। ফ্যাসিস্ট হাসিনা রেজিমের ভয়াবহ চিত্র নিয়ে নির্মিত হয়েছে ‘লাঞ্চ’ নামে একটি নাটক। যেটা নির্মাণ করেছেন বাংলাদেশের গুণী নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ।’

Post a Comment

নবীনতর পূর্বতন