আমি স্বাধীন তাই ওসব পরি, মানুষ প্রশংসাও করে | Vidya Balan Latest News

আমি স্বাধীন তাই ওসব পরি, মানুষ প্রশংসাও করে | Vidya Balan Latest News


একটা সময় বলিউডের সিনেমায় ঝড় তুলেছেন অভিনেত্রী বিদ্যা বালান। বিশেষ করে তার অভিনীত ‘ডার্টি পিকচার’ ছবি নিয়ে ছিল নানা আলোচনা। সেই ছবিতে বিশেষ করে তার উষ্ণ অবতার, বোল্ড লুক ও আইটেম গানের নাচগুলো নিয়ে ছিল বিস্তর চর্চা।

এর মাঝে কেটে গেছে অনেকটা সময়। এখন বিদ্যার বয়স ৪৫ পার হয়েছে। তার চেহারাতেও এসেছে পরিবর্তন। কিন্তু এক সময় তিনিও চেয়েছিলেন টিপিক্যাল বলিউড ডিভাদের মতো দেখাতে। শরীরে আঁটসাঁট পোশাক পরতেন। কিন্তু সেসব তার মানাতো না, আয়নায় অদ্ভুত লাগতো নিজেকে জানান এমনটা।

শাড়িই তার ‘সিগনেচার’। রেড কার্পেটেও বারবার শাড়িতেই দেখা গেছে তাকে। এবং সেই আত্মবিশ্বাসের জায়গা থেকেই নিজ হাতে বদলে দিয়েছেন বলিউডের ফ্যাশন সেন্সকে। বিদ্যার বলেছিলেন, ‘আমার সামনে চয়েসই ছিল না। ওই সব পোশাকে আমি ফিট হতাম না। আমি বুঝে গিয়েছিলাম, হয়ত সারাজীবন অন্যের মতো হওয়ার চেষ্টা করব, নয়তো নিজের মতো করে থাকব।’

তব একদম খোলামেলা থাকার প্রসঙ্গে মজা করেই অভিনেত্রী একবার বলেছিলেন, ‘তবে আমি যা পরতে ভালোবাসি, তাই পরি। যা ইচ্ছে করি। আমি স্বাধীন। আমি মুক্ত। মানুষ আমাকে প্রশংসাও করে; কারণ, তারাও তখন বুঝতে পারে আমার লজ্জা বলে কিছু নেই।’

Post a Comment

নবীনতর পূর্বতন