ইভ্যালিতে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করার কথা ভাবছে যমুনা গ্রুপ | Jamuna Group Planned To Invest 1 Thousand Crore In Evaly

ইভ্যালিতে ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করার কথা ভাবছে যমুনা গ্রুপ | Jamuna Group Planned To Invest 1 Thousand Crore In Evaly

 

(ছবিঃ ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মাদ রাসেল)


এই মুহুর্তে দেশের শীর্ষে থাকা ই-কমার্স কম্পানি ইভ্যালি । আর এই ইভ্যালি তে খুব শীঘ্রই ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে যাচ্ছে যমুনা গ্রুপ । এখন পর্যন্ত জানা গেছে প্রাথমিক ভাবে ২০০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এর পর ধাপে ধাপে মোট ১ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা গ্রুপ । আর এই তথ্যটি জানা যায় ইভ্যালির পক্ষ থেকে ২৭ এ জুলাই । এছাড়া নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাসের মাধ্যমেও বিষয়টি নিশ্চিত করেছেন ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল। এর পর তিনি জানান, পুরোন অর্ডারগুলোকে খুব বেশী প্রায়োরিটি দিচ্ছেন তিনি । তিনি বলেন প্রয়োজনে আরো বেশী বিনিয়োগ এর ব্যাবস্থা করা হবে। 

এই বিনিয়োগকে সাধুবাদ জানিয়েছেন মোহাম্মাদ রাসেল । ইভ্যালি ও যমুনা গ্রুপের এই অংশীদারিত্বকে স্বাগতম জানিয়েছেন যমুনা গ্রুপের এর পরিচালক মনিকা ইসলাম । তিনি বলেন এই মুহুর্তে দেশের বাজারে মানসম্পন্ন পণ্য ও সেবা নিয়ে যমুনা গ্রুপ ব্যাবসা করে আসছে । দেশের সবচেয়ে  বড় অফ্লাইন শপিং সেন্টার এই মুহুর্তে যমুনা ফিউচার পার্ক । আর দেশের সবচেয়ে বড় ই-কমার্স বা অনলাইন মার্কেট প্লেস হলো ইভ্যালি । তাই ইভ্যালির সাথে একটা বড় মার্কেটপ্লেস গড়ে তোলার জন্যই ইভ্যালির সাথে সব সময়ই থাকবে যমুনা গ্রুপ। 


Post a Comment

Previous Post Next Post