ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের বাস যোগাযোগ বন্ধ, বিকল্প যানে বাড়তি ভাড়া

ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের বাস যোগাযোগ বন্ধ, বিকল্প যানে বাড়তি ভাড়া


 

ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের বাস যোগাযোগ বন্ধ, বিকল্প যানে বাড়তি ভাড়া

সদা ব্যস্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হঠাৎই যেন প্রাণ হারিয়েছে। আজ শনিবার সকাল থেকে মহাসড়ক একেবারে ফাঁকা। যাত্রীবাহী কোনো বাসও চলতে দেখা যাচ্ছে না। এতে ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের বাস যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ঢাকায় বিএনপির গণসমাবেশের দিন গণপরিবহনের পাশাপাশি ব্যক্তিগত যানবাহনের সংখ্যা অস্বাভাবিকভাবে কমে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। গণপরিবহন না পেয়ে রাজধানীগামী মানুষ বিকল্প হিসেবে বাড়তি ভাড়া দিয়ে সিএনজিচালিত অটোরিকশা, ইজিবাইক, লেগুনা ও মোটরসাইকেলে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

তবে বাস বন্ধ রাখার অভিযোগ অস্বীকার করেছেন নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতি। তাঁদের দাবি, সাপ্তাহিক ছুটির দিনে যাত্রী নেই বলে মালিকেরা বাস বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।



সেরাসংবাদ ডেস্ক

Post a Comment

Previous Post Next Post