এবার বাংলা বর্ষকে বিদায় ও বর্ষবরণে থাকছে বিশেষ আয়োজন। আগামী ১৩ এপ্রিল চৈত্রসংক্রান্তির দিনে আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্টের। শুধু তাই নয়, বর্ষবরণেও থাকছে বর্ণিল আয়োজন।
তবে চৈত্রসংক্রান্তিতে থাকছে চমক। জানা গেছে, এদিন ঢাকার ব্যান্ডগুলোর সঙ্গে গাইবে বেশ কিছু পাহাড়ি ব্যান্ড। সম্প্রতি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী এমনটিই জানিয়ে দিয়েছেন।
জানা গেছে, চৈত্রসংক্রান্তির কনসার্টে গাইবে ঢাকার ব্যান্ড মাইলস, ওয়ারফেজ, ভাইকিংস, এভয়েড রাফা, দলছুট, লালন ও সুফি।
এদিকে পাহাড়ি ব্যান্ডগুলোর মধ্যে থাকছে গারো ব্যান্ড এফ মাইনর, মারমা ব্যান্ড লালং, ত্রিপুরা ব্যান্ড ইমাং, খাসিয়া ব্যান্ড ইউনিটি ও চাকমা ব্যান্ড ইনভোকেশন। কনসার্টের পাশাপাশি প্রথমবারের মতো বর্ষবরণের শোভাযাত্রায় অংশ নেবে বামবা। বিশ্বব্যাপী শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার পাশাপাশি ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদ জানিয়ে সকল মিউজিশিয়ান একসঙ্গে গাইবে ‘ফ্রম দ্য রিভার টু সি প্যালেস্টাইন উইল বি ফ্রি’।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘এ বছর পয়লা বৈশাখের শোভাযাত্রায় প্রথমবারের মতো বিভিন্ন জাতিগোষ্ঠীসহ প্রায় দুই শতাধিক ব্যান্ড মিউজিশিয়ানস অংশগ্রহণ করবেন। পৃথিবীর শান্তি কামনায়, বিশেষ করে ফিলিস্তিনিদের জন্য সম্মিলিতভাবে একটি গান গাইবেন তারা।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, চৈত্রসংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল সোহরাওয়ার্দী উদ্যানে হবে এই ব্যান্ড শো।
Post a Comment