প্রাণনাশের হুমকি দেওয়া হলো টাইগার শ্রফকে | Tiger Shrof

প্রাণনাশের হুমকি দেওয়া হলো টাইগার শ্রফকে | Tiger Shrof


একের পর এক বলি তারকাদের দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি। ভাইজান সালমান খানের পর বাবা সিদ্দিকীর ছেলে জিশানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এবার এই প্রাণনাশের হুমকির তালিকায় যোগ হল জ্যাকি-পুত্র টাইগার শ্রফের নাম। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ‘মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে এক অপরিচিতি নম্বর থেকে ফোন করে জানানো হয়, টাইগার শ্রফকে হত্যার জন্য একদল দুষ্কৃতীকে অস্ত্র সরবরাহ করা হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, আততায়ী নিজেকে পাঞ্জাবের বাসিন্দা বলে দাবি করেন। জানান, প্রায় ২ লাখ টাকার অস্ত্র কিনে হত্যার ছক কষা হয়েছে। প্রাথমিকভাবে তদন্ত করে পুলিশ জানান,  পাঞ্জাব থেকে কল করা হয়েছিল। অভিযুক্তের নাম মনীশ কুমার সুজিন্দর সিং (৩৫)। 

সেই ব্যক্তিই দাবি করেন, তাকে নাকি ২ লাখ টাকার অস্ত্র দিয়ে জ্যাকি শ্রফের ছেলেকে হত্যার কথা বলা হয়। ফোন আসার পরই টাইগার শ্রফের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। পরে জানা যায়, ওই ব্যক্তি ভুয়ো দাবি করেছেন।

তবে এই ঘটনার কারণে এফআইআর দায়ের হয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। প্রথমে পাঞ্জাব পুলিশের সঙ্গে যোগাযোগ করা হয় মুম্বাই পুলিশের পক্ষ থেকে। তারপর ভুয়ো তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ওই ব্যক্তিকে আটক করে পুলিশ। 

Post a Comment

Previous Post Next Post